ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট -এসইপি এর আওতায় বাস্তবায়নাধীন উপ-প্রকল্প‘‘সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মান সম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’’এর তাঁত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পণ্য বৈচিত্রময়তা নিশ্চিয়তার জন্য সাধারন সেবা ঋণ নামে নতুন ঋণ সহয়তা সেবা শুরু করা হয়েছে।এনডিপির বাগবাড়ী শাখার লাহিড়ীবাড়ী গ্রামের ৫০৯ নং সমিতির ০২৬ নং সদস্য মোঃ শরিফুল ইসলাম কে ১০,০০০০০//= (দশ লক্ষ টাকা) ঋণ সহয়তা প্রদানের মাধ্যমে নতুন এই সাধারন সেবা ঋণ কার্যক্রম শুরু করা হয়। এই ঋণ সহয়তার মাধ্যমে মোঃ শরিফুল ইসলাম তার কারখানায় আধুনিক রেপিয়ার পাওয়ার লুম সংযোজন করে তার ব্যবসার পরিধি আরো বড় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত ঋণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন আহমেদ পরিচালক ঋণ সহয়তা কর্মসূচী,এনডিপি। আরো উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান,এরিয়া ম্যানেজার মোঃ মাহফুজার রহমান,বাগবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, এনডিপির টেকনিক্যাল অফিসার সাখাওয়াত হোসেন, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ফাইন্যান্স ও প্রকিউরমেন্ট অফিসার সুকান্ত গোলদার।